ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৭৩৮

রওনক-নাদিয়ার `মন্দ ভালো` 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১১ ৪ জুলাই ২০১৯  

মফস্বল শহরের একটি সমিতির মালিক সুমন। আর তার এখানে চাকরি করেন শামসুল ও রেজাউল। শামসুল ইসলামের একমাত্র মেয়ে সাদিয়াকে ভালোবাসে সুমন। কিন্তু সাদিয়া ভালোবাসে রেজাউলকে।

এক পর্যায়ে সুমন সাদিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। শামসুল ইসলাম খুশি মনেই রাজি হন। কিন্তু সাদিয়া আর রেজাউল পালিয়ে বিয়ে করে ফেলে। যায় কারণে সুমনের সমিতির চাকরিটা চলে যায় রেজাউলের।

শামসুল ইসলামও আর চাকরি করতে পারেন না ওখানে। সুমনের তীব্র অপমান সহ্য করতে না পেরে হঠাৎ করেই তিনি মারা যান। এরকম একটি গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মন্দ ভালো’।

কামরুল আহসানের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে সুমন চরিত্রে অভিনয় করেছেন রওনক, শামসুল ইসলামের চরিত্রে রাইসুল ইসলাম আসাদ আর শতাব্দী ওয়াদুদকে দেখা যাবে রেজাউলের ভূমিকায়।

নির্মাতা সুত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় ‘মন্দ ভালো’ টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইতে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর